বগুড়ায় দিনদুপুরে যুবলীগ নেতা আবু তালেবকে গলা কেটে হত্যার রহস্য উদঘাটন করেছে বগুড়া জেলা পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত দুই জনকে রক্তমাখা পোশাকসহ গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত দুটি চাকু।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার রাতে শহরের বারপুর এলাকা তাদেরকে গ্রেফতার করা হয় এবং তাদের নিয়ে গিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। পরে আজ তাদের আদালতে সোপর্দ করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি