বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে, আর মৃত্যু হয়েছে ৫ লাখ মানুষের।
করোনা মহামারি শুরুর মাত্র ৭ মাসের মাথায় আক্রান্ত ও মৃত্যু এ মাইলফলকে পৌঁছালো। বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল ও রাশিয়া।
আর দক্ষিণ এশিয়ার দেশ ভারত রয়েছে তালিকার চতুর্থ অবস্থানে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ১ লাখের বেশি মানুষ, মৃত্যু হয়েছে ৫ লাখ ২ হাজারের বেশি আর সুস্থ হয়েছেন প্রায় ৫৫ লাখ মানুষ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি