নরসিংদীর বেলাবো উপজেলার নারায়নপুর ইউনিয়নের ঢাকা সিলেট মহাসড়কে নয়াকান্দী নামক স্থানে ঢাকাগামী যাত্রীবাহি বাস ও লেগুনার মখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।
নিহতদের মধ্যে ৫ জনের নাম পরিচয় পাওয়া গেছে তারা হলো সিলেট জেলার আজমিরিগঞ্জ থানার আবুল হোসেন, আবুল মিয়া, মোবারক, সুজন ও তার স্ত্রী।
আহতদের নরসিংদীসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছে। নরসিংদী পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কমকর্তা উম্মে হাবিবা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিজয় টিভি/ নিউজ ডেস্ক