বগুড়ায় ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটর সাইকেল চুরি চক্রের আন্তঃজেলা সংঘবদ্ধ দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
আজ (মঙ্গলবার) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বগুড়া সদর থানা পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবিরের তত্ত্বাবধানে ইন্সপেক্টর হাসান আলীর নেতৃত্বে মাটিডালী মোড় থেকে আন্তঃ জেলা ইজিবাইক ও মোটর সাইকেল চুরি চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুর ও রংপুর জেলা থেকে বাকি ৬ সদস্যকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি