টেকনাফে করোনায় আক্রান্তের মধ্যে বেশির ভাগই সুস্থ হয়ে উঠেছেন। আক্রান্ত ২৫২ জনের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮১ জন।
আজ (বুধবার) সকালে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী অত্যন্ত গুরুত্ব সহকারে করোনা রোগীদের সেবা দেয়া হচ্ছে।
পাশাপাশি হাসপাতালের অন্য রোগীদের সেবার কার্যক্রমও চালানো হচ্ছে। সকলের প্রচেষ্টায় এখানে সুস্থতার হার ক্রমেই বাড়ছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি