মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় গর্ভবতী মায়েদের বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়া।
আজ (রোববার) সকালে উপজেলার শ্রীনগর সরকারি কলেজে নারীদের এ সেবা প্রদান করা হয়। সেনাবাহিনীর ২২ সদস্যের একটি মেডিকেল টিম এ সেবা প্রদান করেছেন।
প্রায় দুই শতাধিকের বেশি গরিব, দুস্থদের বিনামূল্যে এ চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার তৌহিদ মুরাদ, লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমানসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি