কিশোরগঞ্জ সদরে মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খামারের মালিক মৎস্য চাষি হুমায়ূন কবির ও কামাল উদ্দিন জানান, গতকাল বিকেলে তাদের মৎস্য খামারে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার পাবদা ও বিভিন্ন জাতের বাংলা মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি