কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমানুল ইসলাম ও আজাদুল হক নামে দুই ভাই নিহত হয়েছেন।
ভোরে, উপজেলার চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহতরা মাদক কারবারি। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
টেকনাফ পুলিশ জানায়, নিহতরা চট্টগ্রাম চন্দনাইশ এলাকা থেকে টেকনাফে মাদক সংগ্রহ করতে এসে আটক হন। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ভোরে চকবাজার এলাকায় অভিযানে যায় পুলিশ।
এসময় মাদক পাচারকারি চক্রের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে এ ঘটনা ঘটে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি