বগুড়ার গাবতলী উপজেলার সাবাসপুর এলাকায় বগুড়া-সারিয়াকান্দি সড়কে সিমেন্টবোঝাই একটি ট্রাকসহ একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। ব্রিজটির ধারণক্ষমতা ছিল ১০ টনের আর ট্রাকটির লোড ছিল ৫০ টন। আর এ কারণেই ব্রিজটি ভেঙে গেছে।
সাবাসপুর এলাকার স্থানীয়রা জানান, শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক বগুড়া শহর থেকে সারিয়াকান্দি যাচ্ছিল। ট্রাকটি ওই ব্রিজ পার হওয়ার সময় ট্রাকের লোডে সেটি ভেঙে পড়ে। এতে করে ট্রাকটি খালে পড়ে যায় এবং ওই সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়।অতিরিক্ত সিমেন্ট বোঝাই ট্রাকসহ বেইলী ব্রিজ ভেঙে পড়ে বগুড়ার সাথে-সারিয়াকান্দি উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, ব্রিজটি সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা সচল করার কাজ চলছে।
তিনি আরো বলেন, ট্রাকটির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি