কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ইউপি সদস্যসহ ২ জন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী।
ভোরে, হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে মাদক মামলার পলাতক আসামি উখিয়ার কুতুপালং এলাকার বখতিয়ার মেম্বার ও রোহিঙ্গা যুবক তাহেরকে নগদ ১০ লাখ টাকাসহ আটক করা হয়।
পরবর্তীতে তাদের নিয়ে হ্নীলার ওয়াব্রাং এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে পুলিশও পাল্টা গুলি চালালে এ ঘটনা ঘটে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি