জেলার বাঘারপাড়ায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
এ ঘটনায় আটক শিহাব উদ্দিনকে শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ বাঘারপাড়া থানায় মামলা করেন।
অভিযুক্ত শিহাব (২৩) উপজেলার জামদিয়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের মাসুম বিল্লাহর ছেলে।
মামলার এজাহারে বলা হয়, ওই গৃহবধূর স্বামী বিদেশে থাকার সুযোগে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে অভিযুক্ত যুবক তাকে ধর্ষণ করে আসছিলেন। লোকলজ্জায় এত দিন কাউকে কিছু বলেননি তিনি।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ‘ধর্ষণের অভিযোগে শিহাবকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’ সূত্র: ইউএনবি