করোনাভাইরাস প্রতিরোধে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও শপিংমলসহ সকল স্থানে মাস্ক পড়া বাধ্যতামূলক করে পরিপত্র জারীর পাশাপাশি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন, স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান।
আজ (শনিবার) দুপুরে, কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পরে, কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক ডা. হাবিবুর রহমান, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরীসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি