চট্টগ্রামে কমেছে মৃত্যু ও আক্রান্তের হার। ৩৮৩টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ৭০ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৬৯৯ জনে। মৃত্যু হয়েছে একজনের এবং সুস্থ হয়েছেন ৬৭ জন।
আজ (রোববার) সকালে, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় ৭টি ল্যাবে ৩৮৩টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ৭০ জনের। এরমধ্যে ৬৩ জন নগরীর এবং ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি