মাদারীপুরে বর্ষার পানিতে ভেসে আসা কচুরিপানা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয় অন্তত ৬ জন।
ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ৪ জনকে। শুক্রবার সকালে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো, কাদির মাতুব্বর (৭১), চায়না বেগম (৪১), জামাল হোসেন (৪৬) ও কামাল (৪১), রাজিয়া বেগম (৩৬) ও টিপু (২২)। আটককৃতরা হলো, বাচ্চু মাদবর (৪৬), আবু সাইদ (৩৬), আব্দুর রহমান (৪১) ও মো. কালাম (৩৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ওই এলাকায় পাট পঁচানোর জন্য বর্ষার পানিতে ভেসে আসা কচুরীপানা সংগ্রহ করা নিয়ে কৃষক জাহাঙ্গীর মাতুব্বরের (৫৭) সাথে তার চাচাতো ভাই বাচ্চু মাতুব্বরের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়।
এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলেই টেঁটাবিদ্ধ হয়ে জাহাঙ্গীর মাতুব্বরের মৃত্যু হয়। এ সময় আহত হয় অন্তত ৬জন। তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এ সময় ৪ জনকে আটক করা থানায় নিয়ে আসা হয়।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। এদিকে নিহতের লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসাপাতের মর্গে রাখা হয়েছে।