চাঁপাইনবাবগঞ্জে ‘আমের ক্ষতিকারক পোকামাড়ক ও রোগবালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ভিত্তিক’ প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে; কীটতত্ব বিভাগ ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে দিনব্যাপাী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত চাষীদের বারি-১১ ও বারি-১২ আম গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কর্মশালার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ।
কর্মশালায় দুই শিফটে কৃষি কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় কৃষকসহ মোট ৭৫ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি