মাদারীপুরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে একযোগে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালতের ১৪টি দল।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুনের নেতৃত্বে সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে পরিচালিত হয় এ ভ্রাম্যমাণ আদালত।
হাটবাজার ও রাস্তাঘাটে শতভাগ মাস্ক পড়া নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্তক করা হয়।
এ সময় কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রশাসন জানায় আগামীকাল থেকে কোন দোকানে মাস্ক ছাড়া কেনাবেচা করা যাবেনা। এর ব্যতয় ঘটলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি