মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে লুৎফর হাওলাদার নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন।
সকালে, সদর উপজেলার গাছবাড়িয়া এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইউনুস চৌদিকার ও লালমিয়া মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলে লুৎফর হাওলাদার নামে একজনের মৃত্যু হয়।
এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি