ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া বিলের মাঝখানে পল্লী বিদ্যুতের একটি খুঁটি গত প্রায় একমাস ধরে পানিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানির আশঙ্কা করছে এলাকাবাসী।
তবে বিদ্যুত কর্তৃপক্ষের দাবি, ওই খুঁটিতে লাইন ‘ডেড’ করে রাখা হয়েছে।
চলতি বর্ষা মৌসুমে শিবপুর কনিকাড়া নৌপথে প্রতিদিন অসংখ্য যাত্রীবাহী নৌকা চলাচল করে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
স্থানীয়রা জানান, পল্লীবিদ্যুতের ঝুঁকিপূর্ণ ওই খুঁটিটির পাশ দিয়েই যাত্রীবাহী ট্রলার ও নৌকা চলাচল করে। অসংখ্য যাত্রী ইতোমধ্যে বৈদ্যুতিক খুঁটিটির ছবি ফেসবুকে পোস্ট করে সংশ্লিষ্টদের কাছে দ্রুত প্রতিকার চেয়েছেন। কিন্তু গত একমাসেও এর কোনো প্রতিকার হয়নি।
পল্লীবিদ্যুত সমিতি নবীনগর জোনাল অফিস জানায়, বৈদ্যুতিক খুঁটির ওই মেইন লাইনে বিদ্যুত সরবরাহ একমাস ধরে ‘ডেড’ করে রাখা হয়েছে। তবে বিকল্প ব্যবস্থায় আশপাশের গ্রামগুলোতে বিদ্যুত দেয়া আছে। পানি না কমা পর্যন্ত এটি সরানো যাবে না। তাই পানি কমলেই আমরা কাজ শুরু করব। সূত্র: ইউএনবি