কিশোরগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি যাত্রী নিহত হয়েছে।
সকালে, সদর উপজেলার রশিদাবাদ বেইলি ব্রিজ এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। কটিয়াদী হাইওয়ে পুলিশ জানান, রশিদাবাদ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বেঁচে গেলেও সিএনজি যাত্রী মজিবুর ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী কিশোরগঞ্জ-ভৈরব সড়ক অবরোধ করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি