অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, যত্রতত্র ময়লা আবর্জনা ও নির্মাণ সামগ্রীর স্তূপ ফেলে রাখার কারণে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের অধিকাংশ রাস্তাঘাট।
পৌরসভার গোকর্ণ সড়ক, দক্ষিণ মোড়াইল, পশ্চিম পাইকপাড়া, রেলস্টেশন সড়কসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে হাঁটু পর্যন্ত পানি জমে। এতে চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের।
এদিকে, শহরে ছোটখাট যানবাহনগুলো চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে যানবাহনের ক্ষতির পাশপাশি যাত্রীরাও আহত হচ্ছেন। তাই দ্রুত জলাবদ্ধতা নিরসনে দ্রুত ড্রেন ও রাস্তাঘাট সংস্কারের দাবি স্থানীয়দের।
নিউজ ডেস্ক/বিজয় টিভি