সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম সিএমএম আদালতে মামলা দায়ের করা হয়েছে।
সকালে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে বাদি হয়ে মামলাটি দায়ের করেন, বিশ্ব সনাতন ঐক্যের সমন্বয়ক বিপ্লব দে।
তিনি জানান, আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য সিএমপি গোয়েন্দা বিভাগকে দায়িত্ব দিয়েছে।
এছাড়া আগামী ১৯ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি