দু’দিনে মুন্সিগঞ্জ পুলিশের ৯২ জন সদস্য ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে প্লাজমা ডোনেট করতে এসেছেন।
সকালে, একটি বাসে জেলা পুলিশ লাইন্স থেকে রওনা করেন ৫২ জন পুলিশ। গতকাল এসেছিলেন ৪০ জন পুলিশ।
সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুর রায়হান জানান, সঠিক চিকিৎসা ও পরিচর্যার ফলে দ্রুত সুস্থ হয়ে ওঠা করোনাজয়ী ৯২ জন পুলিশ সদস্য প্লাজমা ডোনেট করতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগের গিয়েছেন।
দেশে করোনা শুরু হওয়ার পর থেকেই জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করেছে বলে তিনি জানান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি