ঠাকুরগাঁওয়ে নতুন করে আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট ৭৭৩ জন করোনা রোগী শনাক্ত হলো।
জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী নতুন করে ঠাকুরগাঁও সদরে ১০, বালিয়াডাঙ্গীতে তিন এবং রানীশংকৈল উপজেলাতে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে সদরে ৩৭৫, হরিপুরে ৭৮, পীরগঞ্জে ৬৮, রানীশংকৈলে ৯৫ ও বালিয়াডাঙ্গী উপজেলায় ১৪৭ জনের করোনা শনাক্ত হলো।
সিভিল সার্জন আরও জানান, আক্রান্তদের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৪১৩ জন এবং মারা গেছেন ১৩ জন। সূত্র: ইউএনবি