অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় গ্রেফতার হওয়া এপিবিএনে’র ৩ সদস্যের ৭ দিনের রিমান্ড শুরু হয়েছে।
সকালে, কক্সবাজার জেলা কারাগার থেকে তাদের র্যাব কার্যালয়ে রিমান্ডের জন্য নিয়ে যাওয়া হয়। রিমান্ডে নিয়ে যাওয়া ৩ এপিবিএন সদস্য হল- ১৬ এপিবিএন’র সাব ইন্সপেক্টর শাহজাহান, কনস্টেবল মো. রাজিব ও মো. আবদুল্লাহ। গত ১৮ আগস্ট ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে র্যাব।
এর প্রেক্ষিতে টেকনাফের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ্ প্রত্যেকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি