কিশোরগঞ্জের কুলিয়ারচরে গৃহবধূ জমেলা হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ১ জনের যাবজ্জীবন ও দুইজনের ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ফাঁসি ও যাবজ্জীবন প্রাপ্ত আসামিদের ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে, আসামিদের উপস্থিতিতে কিশোরগঞ্জের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালে জমি নিয়ে বিরোধে আসামিরা জমেলা খাতুনকে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে ১০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে অপরাধ তদন্ত বিভাগ মামলাটির তদন্তভার গ্রহণ করে তদন্ত শেষে ২০১১ সালে আদালতে পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি