চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের হার কমলেও সংকটাপন্ন রোগী বাড়ছে। এসব রোগীর অধিকাংশই তীব্র শ্বাসকষ্টে ভুগছেন।
চট্টগ্রামে করোনা চিকিৎসায় নির্ধারিত হাসপাতালগুলোতে রোগী ভর্তির তথ্য বিশ্লেষণ করে চিকিৎসকরা এমন অভিমত দিয়েছেন। চিকিৎসকরা জানান, শুরুতে করোনায় আক্রান্তদের মধ্যে জটিলতা কম এমন রোগীর সংখ্যা ছিল বেশি।
কিন্তু যারা চিকিৎসা নিতে আসছেন, তাদের মধ্যে সংকটাপন্ন রোগী বেশি। তাদের মতে, সচেতনতার অভাব, শুরু থেকে করোনাকে গুরুত্ব না দেয়া এবং সংক্রমণের পরও হাসপাতালে না গিয়ে বা চিকিৎসকের পরামর্শ না নিয়ে বাসায় অবস্থান করায় এমন জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি