সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এনামুল হক বিজয় হত্যা মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ জিহাদকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
ভোররাতে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে জিহাদকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি