কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারঘরিয়য়া-দক্ষিণ ধীতপুর গ্রামের বদিউর রহমান হত্যা মামলায় একজনের ফাঁসি ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানাও প্রদান করা হয়েছে।
আজ (রোববার) সকালে, কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ দণ্ড প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে পূর্ব শত্রুতার জেরে আসামিরা বদিউর রহমানকে হত্যা করে। এ ব্যাপারে ১৭ জনের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্তশেষে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি