অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি পুলিশের চার সদস্য উপ-পরিদর্শক লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন দ্বিতীয় দফা চারদিনের রিমান্ড শেষে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
সকালে, র্যাবের একটি দল, তাদের কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে হাজির করেন। পরে, আদালতের খাস কামরায় ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।
পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এর আগে সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি