কিশোরগঞ্জে ইজিবাইক নিবন্ধনের ফি কমানো ও চাঁদাবাজদের দমন-পীড়ন নির্যাতনের প্রতিবাদে ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে।
দুপুরে, জেলা সিপিবি কার্যালয়ে ইজিবাইক শ্রমিক ট্রেড ইউনিয়ন কিশোরগঞ্জ পৌর শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, যানজট নিরসনের নামে ইজিবাইক নিবন্ধনের জন্য পৌর কর্তৃপক্ষ গাড়িপ্রতি ৫ হাজার একশ টাকা নির্ধারণ করেছেন, যা করোনাকালীন সময়ে ইজিবাইক শ্রমিকদের পক্ষে দেয়া প্রায় অসম্ভব।
এছাড়া, বিভিন্ন স্ট্যান্ডে জোরপূর্বক চাঁদা উত্তোলন করাসহ ইজিবাইক শ্রমিকদের ওপর অমানবিক নির্যাতন করা হয়।
এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করেছেন শ্রমিকরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি