কিশোরগঞ্জে পুকুর থেকে ওয়ালী উল্লাহ (১০) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বৌলাই আজিম বাজারের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আজিম বাজারের পুকুরে ওয়ালী উল্লাহর লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা এ খবর পুলিশকে জানান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহত ওয়ালী উল্লাহ করিমগঞ্জ উপজেলার দক্ষিণ নানশ্রী গ্রামের মজিবুর রহমানের ছেলে এবং বৌলাই আজিম বাজারের একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি