রাজশাহীর চারঘাট উপজেলায় ৯ হাজার ৩১৫ পিস ইয়াবাসহ মা-মেয়ে ও এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার বড়বাড়িয়া এলাকার সিদ্দিকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-সিদ্দিকের স্ত্রী চান বানু (৪২) ও মেয়ে সম্পা খাতুন (২০) এবং কক্সবাজারের টেকনাফ এলাকার ওমর আলীর ছেলে সৈয়দ আলম (৩৯)।
র্যাব জানায়, বাহিনীর একটি দল সিদ্দিকের বাড়িতে অভিযান চালিয়ে ঘরের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার এবং তিনজনকে আটক করে। এ সময় ২৩ হাজার টাকাও উদ্ধার করা হয়।
সিদ্দিক এবং টেকনাফের আরেক শীর্ষ মাদক ব্যবসায়ী পলাতক থাকায় তাদের আটক করা যায়নি।
র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম বলেন, ইয়াবাগুলো কক্সবাজার থেকে মাদক ব্যবসায়ী সৈয়দ আলম ও অপর একজন নিয়ে আসেন। তারা বিমানযোগে ইয়াবাগুলো আনেন বলে জানিয়েছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি