কুষ্টিয়ার ভেড়ামারা থানার একটি মাদক মামলায় রেন্টু ওরফে রিন্টু নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
আজ (বৃহস্পতিবার) সকালে, কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে ভেড়ামারা উপজেলার উত্তর ভবানীপুর হাওয়াখালী মাঠের চৌরাস্তা মোড়ে পুলিশের এক অভিযানে কার্টনভর্তি ফেনসিডিলসহ রেন্টু আটক হয়েছিলেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে একই বছরের ডিসেম্বরে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি