নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ভাইরালের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার একলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ওই গ্রামের মোহাম্মদ সোহাগ ও নুর হোসেন ওরফে রাসেল। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ধরা হয় তাদের। এ পর্যন্ত গ্রেফতার হলো ৮ জন।
এদিকে, দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ও তার সহযোগী আবুল কালামের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন নির্যাতনের শিকার সেই নারী (৩৭)। বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি