পাথর বোঝাই ট্রাকের ভেতর ভারত থেকে বাংলাদেশে ফেন্সিডিল পাচারকালে জোহরুল মণ্ডল নামে এক ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরের প্রবেশদ্বারে বাংলাদেশ অভ্যন্তরে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন জানান, ভোমরা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে, ভারত থেকে বাংলাদেশে আসা একটি পাথরবাহী ট্রাকচালকের গতিবিধি সন্দেহজনক মনে হলে ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। পরে ট্রাকের ভেতর থেকে ৯১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি