বগুড়ায় নারী ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারাদেশের ন্যায় বগুড়ায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার)সকালে বগুড়া জেলা পুলিশের আয়ােজনে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে শহরের শহীদ খোকন পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিভিন্ন বিট এলাকার দুই হাজার সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীগণ ধর্ষণ ও নারী নির্যাতন বিরােধী পােস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান।
সমাবেশে জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালাউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলার সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান, টিএমএমএস এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. হােসনে আরা বেগম, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন, দৈনিক করতোয়া সম্পাদক মােজাম্মেলহক লালু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, বগুড়া বারের সভাপতি এডভােকেট গােলাম ফারুক, বগুড়া মহিলা ও শিশু অধিদপ্তরের উপ পরিচালক শহিদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ বগুড়ার পিপি নরেশ চন্দ্র মূখার্জী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, মালতিনগর বকশিবাজার এলাহি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন,পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু এবং শিক্ষার্থীদের পক্ষে মৌ মনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি