সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
রবিবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ইয়াসিন আলী ও ভারতের হিলি বিএসএফের চেকপোস্ট কমান্ডার নবকুমার দুই বাহিনীর পক্ষে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
সীমান্তে, সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে প্রতিবছর দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি