রংপুর মহানগরীর বাহার কাছনায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই রাহেনুলকে বরখাস্ত করা হয়েছে।
রাতে ওই কিশোরীকে উদ্ধারের পর এক পুলিশ সদস্যসহ তিনজনের নামে হারাগাছ থানায় অভিযোগ করে নির্যাতিতার পরিবার। এদিকে, মামলাটি পুলিশ থেকে পিবিআইয়ে স্থানান্তর করা হয়েছে।
অন্যদিকে, ধর্ষণে সহায়তাকারী হিসেবে মেঘলা নামে এক নারীকে আটক করেছে পুলিশ। মহানগর পুলিশের অপরাধ বিভাগের উপ-কমিশনার আবু মারুফ হোসেন জানান, নির্যাতিতা ওই কিশোরী মাস্টার পাড়ায় এক পুলিশ সদস্যের সঙ্গে মেঘলার বাড়িতে ছিলেন। সেখানেই মেঘলার সহায়তায় দুই যুবক তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি