নাটোরের লালপুরে চঞ্চল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।
সোমবার (২৬ অক্টোবর) সকালে নাটোর পাবনা মহাসড়কের লালপুরের গোধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুর রহমান জানান, পাবনা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা চঞ্চল পরিবহনের বাসটি গোধরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবার পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা জোসনা বেগম নিহত হয়। গুরুতর আহতাবস্থায় মেয়ে রোজিনাকে রাজশাহী হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি