মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া স্কুলগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। তারা সম্পর্কে দাদি ও নাতি।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-মাওয়া এক্সেপ্রেসওয়েতে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- সিরাজদিখান উপজেলার বালাশুর গ্রামের কৃষ্ণ মল্লিকের স্ত্রী বিনা মল্লিক (৭০) ও একই গ্রামের মনোরঞ্জন এর ছেলে অসিম মল্লিক (৮)।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, রাস্তা পার হওয়ার সময় দুইজন পথচারী নিহত হয়েছেন। তবে যে যানটি চাপা দিয়েছে তা সনাক্ত করা যায়নি, তবে চেষ্টা চলছে। এই সময় কিছু সময়ের জন্য মহাসড়কটিতে যান চলাচল ব্যাহত হয়। তবে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি জানান, হাসাড়া হাইওয়ের ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনাটি নিয়ে মামলার প্রক্রিয়া চলছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি