বিনা অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবকারী ১৪০ জন নবজাতককের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
আজ শনিবার বেলা ১২টায় হাসপাতালের কনফারেন্সরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে সামগ্রীগুলো তুলে দেয়া হয়। নভেম্বর মাসে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গাইনি ওয়ার্ডে ১৪০ জন গর্ভবতী মাকে স্বাভাবিকভাবে সন্তান প্রসব করানো হয়। স্বাভাবিকভাবে সস্তান ভুমিষ্ট হওয়ায় প্রত্যেক নবজাতককে একটি করে মশারী ও জামা-পায়জামা তুলে দেয়া হয় নবজাতকের মায়ের হাতে। এছাড়াও সন্তান জন্মদানে সহায়তা করায় ৩ জন নার্সকে পুরুস্কৃত করা হয়।
এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. খায়রুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল, উপজেলা নির্বাহি অফিসার ওয়াসিমুল বারী, আরএমও ডা. শামিম কবির প্রমুখ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি