ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন বলেই ধান উৎপাদনে আগ্রহী হচ্ছেন কৃষকরা বলে মন্তব্য করেছেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ (সোমবার) দুপুরে, নওগাঁর পোরশা উপজেলায় ২০২০-২১ রবি মৌসুমে ৪ হাজার ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর আহ্বান এক ইঞ্চি জমিও যাতে ফাঁকা না থাকে। এরই ধারাবাহিকতায় কৃষকের মাঝে সার, ভুট্টা ও গমের বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি