জামালপুরে বর্তমান ও সাবেক এমপিসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটানিং কর্মকর্তা।
রোববার সকাল থেকে যাচাই-বাছাই শুরু হয়। যাচাই বাছাইয়ে জামালপুর-১ আসনে বিএনপি প্রার্থী সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-৪ আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির মামুনুর রশিদ জোয়াদ্দার, জেলা বিএনপি’র সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার শামীম সহ ৮ জনের জনের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার।
দন্ড প্রাপ্ত আয়কর ফাকিঁর একটি মামলা আপিলে নিস্পত্তি না হওয়ায় সাবেক এমপি এম.রশিদুজ্জামান মিল্লাতেরআয়-ব্যয়ের উৎস ও হলফনামায় স্বাক্ষর না থাকায় মামুনুর রশিদ জোয়াদ্দারের মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং কর্মকর্তা। এছাড়া জামালপুর-৫ আসনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, জাতীয় পার্টির প্রার্থী কাজী নজরুল ইসলাম, জামালপুর-৩ আসনে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মাসুম বিল্লাহ,গণফোরামের নঈম জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মো: শফিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে রিটানিং কর্মকর্তা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি