ঋণ খেলাপীর অভিযোগে কিশোরগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাবেক সংসদ সদস্য (অবঃ) মেজর আখতারুজ্জামান রঞ্জন ও দুই বছরের বেশী সাজা ও সোনালী ব্যাংকের ঋণ খেলাপীর অভিযোগে থাকার কারনে কিশোরগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খালেদ সাইফুল্লাহ সোহেলের ও করিমগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দাবি করায় এবং সঠিক কাগজপত্র দাখিল করতে না পারায় সাবেক এমপি ড. মিজানুল হক মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকী গুলি কাগজপত্র ভুল, বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা সারওয়ার মুর্শেদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। সকাল ১০টা থেকে এ যাচাই-বাছাই শুরু হয়। কিশোরগঞ্জের ৬টি আসনে মোট ৫৫ জন মনোনয়নপত্র দাখিল করেছে। তার মধ্যে ৩৪টি বৈধ ও ২১টি বাতিল করা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি