টেকনাফ সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী সাগর থেকে ধরে নেয়ার ১৫দিন পর ৯ বাংলাদেশি জেলেকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিজিবি ও বিজিপি’র মধ্যে মিয়ারমারের মংডু শহরে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তাদের ফেরত দেয়া হয় বলে নিশ্চিত করেছেন, টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।
গত ১০ নভেম্বর, নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে যায়।
ডেস্ক নিউজ/বিজয় টিভি