সরকার নির্ধারিত বকেয়া বেতন ভাতা, নূন্যতম মজুরি কাঠামো বৃদ্ধি এবং তা বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো পোশাক শ্রমিকরা উত্তরার বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। সোমবার সকালে প্রথমে গাজীপুরের সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। পরে পুলিশি বাধায় সোয়া ১১টার দিকে আব্দুল্লাহপুর ও উত্তরার দিকে অবস্থান নেন তারা।
এতে করে উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাাহপুর পর্যন্ত সড়কে দীর্ঘক্ষন যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা আড়াইটার দিকে প্রশাসনের ধাওয়া খেয়ে রাস্তা ছেড়ে দিতে বাধ্য হয় বিক্ষোভকারীরা। এরপর যানচলাচল স্বাভাবিক হয়। এসময় বিক্ষোভকারীরা ১টি গাড়িতে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে।
এতে সড়কের দুই পাশে প্রায় ৩৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
উত্তরা মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিক গাড়ীতে অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি