শিক্ষকতা শেষে অবসর জীবন আসলেও, ভুমিদূস্যের দাপটে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন ধামরাইয়ের এক শিক্ষক পরিবার। নিজেকে ও পরিবারকে বাঁচাতে সংবাদ সম্মেলন করলেন অসহায় পরিবারটি। আদালতে ২ মামলা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না।
মঙ্গলবার দুপুরে ধামরাইয়ের বারোবাড়িয়ার কৃষ্ণপুরা গ্রামের অবসর প্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জাল হোসেন মাষ্টার তাঁর নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন।
অসহায় শিক্ষক পরিবার জানান, নিজেদের শেষ সম্বল ৩২ শতাংশ জমি জোর করে স্থানীয় ভুমিদূস্য সামচুদ্দিন, আব্দুর রহমান ও মতিনগংরা বালু ভরাট করে আসছে। বাঁধা দিলে মারধর ও ঘুম করার হুমকি দিচ্ছে। আর এরা এলাকার চিহিৃত ভুমিদূস্যু। ফলে তাদের সঙ্গে আমরা কোন ভাবেই মোকাবেলা করতে পারিনা। পরে আইনের প্রতি আস্থা রেখে মহামান্য আদালতে পর পর দুইটি মামলা করি। আদালত এই জমি কোন কাজ না করতে নির্দেশনা দেন। কিন্তু ভুমিদূস্যরা আদালতের কথা অমান্য করে জমি দখল অব্যহত রেখেছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি