কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বালি ভর্তি ট্রাকের চাকায় হানিফ নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ (বৃহস্পতিবার) সকালে, উপজেলার আল্লারদর্গা হিসনা নদীর সেতুর উপর এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রান জানায়, প্রতিদিনের মতো বাইসাইকেলে চড়ে কাজে যাওয়ার সময় হিসনা নদীর সেতুর মাঝখানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সাকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ট্রাকটি জব্দ করলেও এর চালক পলাতক রয়েছে।