নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা পরিষদসংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। সোমবার ভোর ৪টায় ফতুল্লা থানার জেলা পরিষদ এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধ শতাধিক ঘর ও ঝুটের গোডাউন রয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, হঠাৎ করেই একটি ঝুটের গোডাউন থেকে আগুনের স্ত্রূপাত হয়। এতে আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পরে। সেখানে কয়েকটি পরিবার থাকলেও অন্যান্য পরিবার গুলো তাদের ঘর ঝুটের গোডাউন ভাড়া দিয়ে অন্যত্র বসবাস করেন।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবদুল্লাহ আল-আরেফিন জানান, বস্তি এলাকায় অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় অর্ধ শতাধিক ঘর ও ঝুটের গোডাউন রয়েছে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমান নিরুপণ করা যায়নি তদন্তের পর জানা যাবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি