নোয়াখালী সদর উপজেলার দাদপুরের খলিফার হাটে পূর্ব শত্রুতার জের ধরে আবারো অশান্ত হয়ে উঠেছে পুরো এলাকা।
স্থানীয়রা জানায়, জহির বাহিনীর সন্ত্রাসীদের হামলায় স্থানীয় অটোরিকসাচালক সুমন, ব্যবসায়ী জসিম ও ছোলেমানসহ অনেকেই গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। একের পর এক সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় খলিফার হাট বাজারের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাজারের ব্যবসায়ীরা বলেন, জহির’র নেতৃত্বে মারুফ, শাকিল, রাসেলসহ অনেকেই বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, নগদ টাকা লুট করে। যার প্রমাণ হিসেবে সিসি ক্যামেরায় তাদের ফুটেজ রয়েছে। এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ীরা প্রশাসনের হস্তক্ষেপ কামণা করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি